সারাদেশ

দলে ভূমিদস্যু চাঁদাবাজদের জায়গা হবে না: মামুন মাহমুদ

আমাদের দলে অপরাধীদের জায়গা হবে না। কোনো ভূমিদস্যু-চাঁদাবাজদের জায়গা হবে না। এখনো যারা গাপটি মেরে আছেন আপনারা মনে করবেন না আপনারা বেঁচে গেছেন, একজন একজন করে ধরে ও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং শাস্তির ব্যবস্থা করা হবে। আপনারা এখন থেকে সঠিক পথে ফিরে আসেন। তওবা করেন এই জুলাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। 

২৯ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে শহিদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাথতে গিয়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন। 

মামুন মাহমুদ আরও বলেন, যাছাই বাছাই করে ৬ হাজারের বেশি বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। যারা বহিষ্কার হয়েছে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থাও করা হয়েছে। দল থেকে তাদেরকে সড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পদ পদবিও বিচ্যুত করা হয়েছে। আমাদের দলে বিচার রয়েছে; কাজেই কেউ অপরাধ করে আমাদের দল করার সুযোগ পাবে না।  

Leave a Reply

Back to top button