দলের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি রনির

কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফ ও সাধারণ সম্পাদক রতনের নেতৃত্বে একসাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে কাশিপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
রনি বলেন, অনেক সময় দেখি কাশিপুর ইউনিয়ন বিএনপি আলাদা ভাবে প্রোগাম করে। আপনারা জানেন প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের একটি ব্যানার রয়েছে। বর্তমানে কারা দায়িত্ব আছে আপনারা জানেন। এই দায়িত্ব কে দিয়েছে? স্বয়ং তারেক রহমান নিজে দিয়েছেন। তার দায়িত্বকে এবোয়েড করে যদি অন্যের প্ররোচনায় পড়ি তাহলে নিজের ক্ষতি নিজেই করছি এবং দলেরও ক্ষতি করছি। দলের ক্ষতি করার এখতিয়ার কারো নাই। দলকে সুসংগঠিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা বিএনপিকে এ ধরনের কর্মকান্ডকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান যুবদলের এ নেতা। বলেন, আলাদা আলাদা অনুষ্ঠানগুলো যে হয় এই মূহুর্ত্ব থেকে সবাইকে একত্রিত করে অনুষ্ঠান করতে হবে। যেখানে আপনারা উপস্থিত থাকবেন সেখানে যদি ওই ইউনিয়নের নেতা উপস্থিত না থাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আপনাদের আছে। যদি না পারেন তাহলে দলের ব্যর্থতা সংগঠনের ব্যর্থতা।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশেকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।