সারাদেশ

তারেক রহমান ভদ্রতা, শিষ্টাচার ও শৃঙ্খলার প্রতিক: আজাদ

বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ভদ্রতা, শিষ্টাচার ও শৃঙ্খলার প্রতিক জননেতা তারেক রহমান। ওনার এ ভদ্রতা, শিষ্টাচার ও শৃঙ্খলার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে একত্রিত করে ফ্যাসিস্ট, খুনি হাসিনাকে দেশ থেকে বিতারিত করেছে। আমার নেতার ভদ্রতা, শিষ্টাচার, শৃঙ্খলার ও সহজ সরল মানসিকতা দেখানো জননেতা তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা সেভাবে রাজনীতি করব। কোন উশৃংখলাকে আমাদের নেতা পছন্দ করেন না। আপনারা সারাদেশে দেখেছেন কি পরিমান নেতা কর্মী বরখাস্ত হয়েছেন ও শোকজ খেয়েছেন। কারন আমাদের নেতা অন্যায়কে প্রশ্রয় দেননা। আমরাও কোন অন্যায় প্রশ্রয় দিবেনা।

তিনি আরও বলেন,আপনারা চিন্তা করে দেখেন আমার নেতার উপর ও জিয়া পরিবারের উপর কি পরিমান জুলুম অত্যাচার হইছে। তিনি বিদেশে যেতে চাননি তাকে জোর করে বিদেশে পাঠিয়েছে। বাংলাদেশের মানু্ষ জননেতা তারেক রহমানকে ভালবাসে বলেই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতারিত করেছে । আমরা জনগনের রাজনীতি করি।

এসময় নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন।

শনিবার বিকেলে পাঁচরুখীতে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ৭নং,৮নং ও ৯নং ওয়ার্ড কতৃক আয়োজিত মত- বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মোল্লার সভাপতিত্বেও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন আতাউর মেম্বার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আবদু, উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভূঁইয়া, ব্যবসায়ী রুবেল ফকির,উপজেলা বিএনপির সহ- সভাপতি মতিউর রহমান মতিন,বিএনপি নেতা খোরশেদ হাসান মিয়া, হাজী হারিছ মিয়া, সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবনেতা গোলজার হোসেন প্রমুখ।

Leave a Reply

Back to top button