সারাদেশ

তারেক রহমান বাংলাদেশের জনগণকে অন্তর দিয়ে ভালোবাসেন: আজাদ

তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে অন্তর দিয়ে ভালোবাসেন বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, আমি তার রাজনীতি করি এবং তার সৈনিক। আমি আড়াইহাজারের প্রত্যেকটি জনগণকে ভালোবাসি ও তাদেরকে আমি মন ও অন্তর থেকে ধারণ করি। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সদস্য ফরম নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আজাদ বলেন, কোনো অন্যায় করা যাবে না। সন্ত্রাসী-চাঁদাবাজি-দখলবাজি-লুটতরাজ ও মাদক সেবন করা যাবে না। এ ধরনের কাজ যদি কেউ করে সকলে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করবেন। 

১৭ বছরের গনতান্ত্রিক অর্জন নষ্ট করা যাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, গনতান্ত্রিক আন্দোলনের জন্য সকলকে কাজ করতে হবে একত্রে মিলে। যদি গনতান্ত্রিক সরকার চান তাহলে তারেক রহমানের নেতৃত্বে সকলকে এক হয়ে তারেক রহমানের সুন্দর শৃঙ্খল বাংলাদেশ গড়তে সকলে কাজ করবেন। 

Leave a Reply

Back to top button