তারেক রহমান দেশে আসলে টেকনাফ থেকে তেতুলিয়া যাবেন: সাদরিল

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নয়, ওয়ান এলেভেনের থেকে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পযর্ন্ত ষড়যন্ত্র অব্যাহত আছে। যারা ষড়যন্ত্র করছে তারা জানে না তারেক রহমান সম্পর্কে। তারা ভয় পান তারেক রহমানকে। কারণ, তারা তারেক রহমানের যোগ্যতা অর্জন করতে পারে নাই।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সিদ্বিরগঞ্জ ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল এ কথা বলেন।
লন্ডনে থেকেও দেশের ও দলের সব খবর রাখেন তারেক রহমান উল্লেখ করে তিনি বলেন, যখন কেউ সমস্যায় পড়ে তখন উনি নির্দেশ দেন তাদের পাশে যাওয়ার জন্য। যখন তারেক রহমান আমাদের বাংলাদেশে আসবেন তখন তিনি এসে বসে খাকবেন না। উনি টেকনাফ থেকে তেতুলিয়া যাবেন। উনি জনগণের কাছে যাবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সাদরিল বলেন, আমাদের এখন থেকে ৩টি কাজ করতে হবে। আপনারা জানেন রাষ্ট্র মেরামতে ৩১ দফা আমাদের তারেক রহমান দিয়েছেন। ৩১ দফা নিয়ে আমরা কাজ করেছি এবং মানুষের ঘরে ঘরে গিয়েছি। আপনারা আবারও যাবেন ৩১ দফা নিয়ে। সামনে জাতীয় নির্বাচন। আপনারা ধানের শীষের জন্য ভোট চাইতে যাবেন ঘরে ঘরে।
ফ্যাসিস্ট খুনি হাসিনা এখনো ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, তার দোসররা এখনো বিভিন্ন আনাচে কানাচে গোপনে আছে। তারা ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয়। আমাদের এখন থেকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।