সারাদেশ

তারেক রহমান ক্ষমতায় আসলে জনগণের সমস্যা গুছিয়ে দিব: রনি

ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কুল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশনের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি।

প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, যে কোন সমস্যা সমাধানে একত্রিত হয়ে ইউনিটি বজায় রাখলে সবকিছু সমাধান সম্ভব। ডিএনডি দেখিয়ে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ১৩শ কোটি টাকা লোপাট করেছে। সিঙ্গাপুর বানানোর কথা বলে ৬হাজার কোটি লুট করেছে। এমন সিঙ্গাপুর বানিয়েছে যা আসতে গেলে ভাঙ্গা চুরা কোন রোগী যদি এ রাস্তা দিয়ে চিকিৎসার জন্য যায় হাসপাতালে যাওয়ার আগেই মারা যাবে। আমরা বলতে আমাদের তারেক রহমান ক্ষমতায় যদি আসে তাহলে জনগণের সকল সমস্যা আমরা গুছিয়ে দিব।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছ উপহার দেওয়া হয়।

ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সোহেল মোল্লার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার রাজু, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান, এনায়েতনগর যুবদলের সভাপতি মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button