সারাদেশ

তারেক রহমানের নির্দেশে সামাজিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছি: মামুন মাহমুদ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, আজকের অনুষ্ঠানটি ছোট হতে পারে তবে এর গুরুত্ব অনেক। রক্তের যেমন কোনো বিকল্প নাই, তেমনি সামাজিক কর্মসূচি ব্যতিত কোনো রাজনৈতিক দল সামনে আগাতে পারবে না। তারেক রহমানের নির্দেশে আমরা সামাজিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছি। 

বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে উল্লেখ করে তিনি বলেন, সামনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমাদের দলের চেয়ারম্যানের পক্ষ থেকে সারাদেশে আর্থিক উপহার বিতরণ করা হচ্ছে। যেখানে রাস্তা নেই আমরা রাস্তা করে দিচ্ছি, যেখানে পূজায় যাওয়ার জন্য লাইট নাই সেখানে লাইট লাগিয়ে দিচ্ছি, বিভিন্ন পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করছি। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল কি এভাবে সামাজিক কার্যক্রম করছে? আমার জানামতে, পৃথিবীতেও বিএনপির মতো সামাজিক কর্মসূচি পালনকারী দল খুব একটা নেই।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button