‘তারুণ্যের উৎসব’ ফুটবলে ফরিদপুরকে হারিয়ে বিজয়ী নারায়ণগঞ্জ

তারুণ্য উৎসবের ব্যানারে দেশব্যাপী জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে অংশ নিচ্ছে ৬৪ জেলা দল। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের হোম ভেন্যু খেলার উদ্বোধন হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ফতুল্লার ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলার সাথে মুখোমুখি হয় ফরিদপুর জেলা। ১-০ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করে জয়ী হন নারায়ণগঞ্জ জেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, আন্ত:জেলা জাতীয় চ্যাম্পিয়নশীপ অর্গানাইজং কমিটির চেয়ারম্যান মো: ওয়াহিদ উদ্দীন হ্যাপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শহীদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির ও ফুটবল খেলার নারায়ণগঞ্জের টিম লিডার মশিউর রহমান রনিসহ প্রমুখ।