সারাদেশ

তত্ত্বাবধায়ক সরকার বাতিল: প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার জন্য সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  এবং ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় এ মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম এর সত্যতা নিশ্চিত করে জানান, এড. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছে।

Back to top button