ঢাবি শিক্ষার্থীদের সাথে মামুন মাহমুদের মতবিনিময়

নারায়ণগঞ্জে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্বিরগঞ্জের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে শিক্ষাবর্ষের ৩৮ জন শিক্ষার্থী অংশ নেন।
এসময় শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা, পরিবেশ দূষণ, কিশোর গ্যাংয়ের নৃশংসতা, খেলার মাঠের অভাব এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগের স্বল্পতা ও কোচিং ব্যয়ের মতো নানা সমস্যা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জকে ইতিবাচক পথে ফেরাতে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মেধাবী শিক্ষার্থীরা যদি দায়িত্ব নেন, তাহলে অপরাধ, দখলবাজি আর মাদকচক্রের দৌরাত্ম্য কমে আসবে। কোনো অপরাধীর স্থান বিএনপিতে হবে না।
তিনি আরও বলেন, খেলার মাঠ দখল হয়ে গেছে, শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না। আমরা সব দখলমুক্ত করে মাঠগুলো ফিরিয়ে দেবো। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জে ফ্রি কোচিং সেন্টার চালু করা হবে। একইসঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।