সারাদেশ

ঢাকা-১৭ আসনের ইমাম-উলামাদের সাথে তারেক রহমানের মতবিনিময় সভায় মুফতি মনির হোসাইন কাসেমী

ঢাকা-১৭ আসনের ইমাম-উলামাদের সাথে তারেক রহমানের মতবিনিময় সভায় মুফতি মনির হোসাইন কাসেমী

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) ঢাকা-১৭ আসনের ইমাম-উলামাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তারেক রহমানের সাথে একান্তে বসে কথা বলতে দেখা গিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী মুফতী মনির হোসেন কাসেমী’কে।

 

সোমবার (১৯ জানুয়ারি) বাদ এশা রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমী, মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমীসহ প্রমূখ উলামায়ে কেরাম।

 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জোট মনোনীত নেতা মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “ঢাকা-১৭ আসনে শুধু নয়, সারাদেশের তিনশো আসনেই তারেক রহমানকে বিজয়ী করতে ইমাম-উলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।”

 

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় ইমাম-উলামাদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

মুফতি মনির হোসাইন কাসেমী আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ইমাম-উলামাদের প্রধান দায়িত্ব। তিনি ঢাকা-১৭ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার পাশাপাশি সারাদেশে বিএনপির বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের মাঝে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Back to top button