সারাদেশ

ঢাকার বিজয় র‌্যালিতে গিয়াসের নেতৃত্বে বিএনপির শোডাউন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আয়োজিত বিজয় র‌্যালিতে নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সা‌বেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াস উ‌দ্দিননের নেতৃত্বে অংশগ্রহণ করেছে ফতুল্লা-সিদ্বিরগঞ্জ ও সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে র‌্যালীর আয়োজন করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় র‍্যালির উদ্বোধন ঘোষণা করেন। পরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে বিজয় র‌্যালী সফল করতে ফতুল্লা-সিদ্বিরগঞ্জ ও সোনারগাঁয়ের নেতাকর্মীরা রাজধানীর নটর ডেম কলেজের সামনে জড়ো হয়। পরে গিয়াসের নেতৃত্বে তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা মূল র‌্যালীতে অংশগ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: কায়সার রিফাত, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ প্রমুখ।

 

Leave a Reply

Back to top button