সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপির মশা নিধন স্প্রে

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের পাশে থাকার অংশ হিসেবে সোনারগাঁয়ে মশক নিধন স্প্রে ও বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে পিরোজপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে মেঘনা শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এলাকাবাসীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. হান্নান বেপারী বলেন,“বর্তমানে ঘন ঘন বৃষ্টির কারণে ডেঙ্গু রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা জনগণের পাশে থেকে নিজের অর্থায়নে ও দলের সহযোগিতায় এলাকায় মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পুরো সোনারগাঁয়ে স্প্রে করা হবে এবং জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,“আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। জনগণই আমাদের শক্তি, তাদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শাহানুর, হাসান বশরী, দুলাল মিয়া, রিপন বেপারী, আলিনুর বেপারী, জয়নাল আবেদীন, আরিফ বেপারী, নুরে আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button