সারাদেশ
ডেঙ্গু আক্রান্ত রনির শয্যাপাশে টিটু

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে দেখতে ছুটে গেলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম টিটু।
শনিবার (২৫ অক্টোবর ) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে গিয়ে তিনি রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, ২৩ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। ঢাকার সেন্ট্রাল হাসপাতালে বর্তমানে বেডরেস্টে রয়েছেন যুবদলের এ নেতা।

