সারাদেশ
ডেঙ্গু আক্রান্ত আলমগীরকে দেখতে যান গণসংহতি নেতৃবৃন্দ

ডেঙ্গু আক্রান্ত গণসংহতি আন্দোলন জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলমকে দেখতে ডনচেম্বার এলাকার বাড়িতে গিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)বিকেল ৫ টায় গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ তার বাড়িতে দেখতে যান।
গত ৬ দিন যাবৎ আলমগীর হোসেন ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। গত দুদিনে তার রক্তে প্লাটিলেট ৯০ হাজার থেকে ৭৫ হাজারে নেমে আসে। নেতৃবৃন্দ তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস,প্রচার সম্পাদক শুভ দেব, প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক এস এম রাব্বি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ফারহানা মুনা।