সারাদেশ

ডিসি অফিসের সামনে ইজিবাইকের ধাক্কায় আহত ২ সাংবাদিক

খানপুর হাসপাতালে সড়ক দূর্ঘটনায় আহত মামুন ও মাসুদ রানা রনিকে দেখতে গিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

আহত রনি নারায়ণগঞ্জ মেইলের সম্পাদক ও মামুন নারায়ণগঞ্জ টাইমসএর স্টাফ রিপোর্টার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে ইজিবাইক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে তাদের আহত অবস্থায় খানপুর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তাদের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান। তারা সাংবাদিকদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

 

Leave a Reply

Back to top button