সারাদেশ

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, অতঃপর…

আড়াইহাজারে ডিবি পরিচয়ে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায়কে (৪৮) অপহরণের ৭ ঘণ্টা পর রূপগঞ্জের তারাব এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ, ডিবি ও র‌্যাবের যৌথ টিম।

দুলাল রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক এবং শালমদী বাজারের বাসিন্দা।

শুক্রবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীনিবাসদী এলাকায় তাকে কালো রঙের হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর অপহৃতের মোবাইল থেকে তার স্ত্রী প্রতিমা রানীকে ফোন দিয়ে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার পরপরই স্ত্রী আড়াইহাজার থানায় অবগত করলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে অভিযান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানা ও সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলামের নেতৃত্বে পুলিশ, ডিবি ও র‌্যাবের যৌথ দল রূপগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে রাত ৩টার দিকে অপহরণকারীরা তৎপরতা টের পেয়ে দুলাল রায়কে তারাব এলাকায় সড়কের পাশে ছেড়ে দেয়।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Back to top button