সারাদেশ

টিকটকার মেয়েকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়ের

আড়াইহাজারে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রোজিনার শ্বাশুড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

নিহত রোজিনা আক্তার (৩৫) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কামারপাড়া এলাকার সোহেল মিয়ার স্ত্রী। স্বামীর সঙ্গে আড়াইহাজারে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন রোজিনা। সে ছোট বিনাইরচর এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, বিকেলে রোজিনার মেয়ে সুরভী বাড়ির ছাদে টিকটক করতে গেলে হঠাৎ বৈদ্যুতিক তারে স্পর্শ করে। মেয়েকে বাঁচাতে গিয়ে রোজিনা ও তার মা মাসুদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে  আহত সুরভীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নারী মারা গেছেন এবং দুই নারী আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Leave a Reply

Back to top button