জোসেফের সহায়তায় চোখের আলো ফিরে পেলেন ৫ জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুঃস্থদের চোখের আলো ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে.এম. মাজহারুল ইসলাম জোসেফ।চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে ৫ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। তারা হলেন, গোগনগর ইউনিয়ন এর বাসিন্দা ফরিদা বেগম, দ্বীন ইসলাম, মজিদা বেগম, মিনারা বেগম ও আলী আহম্মেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) গোগনগর বড় মসজিদ এলাকায় দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছিল। ওদিন অসহায় মানুষ দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ধীরে ধীরে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। চক্ষু শিবিরে এসে রোগীরা জানতে পারে তাদের চোখের জরুরী অপারেশন করাতে হবে। বিষয়টি জানতে পারেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। তিনি কোনো দ্বিধা না করে দ্রুত ব্যবস্থা নেন এবং সহিতুন নেসা চক্ষু হাসপাতালে এইসব ব্যক্তির চিকিৎসা ও অপারেশন এর পুরো খরচ নিজ উদ্যোগে বহন করেন।
গত বুধবার ১৫ অক্টোবর) অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর রোগীরা সবাই বর্তমানে সুস্থ আছেন এবং ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন। এই মানবিক উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
এ সময় জোসেফ বলেন, রাজনীতি মানে শুধু দলীয় কার্যক্রম নয়, মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। একজন অসহায় মানুষ আবার আলো দেখতে পারছে- এর চেয়ে বড় আনন্দ আমার কাছে আর কিছু হতে পারে না। আমি চাই, আমাদের সমাজের প্রত্যেকটি সামর্থ্যবান মানুষ এমন মানবিক কাজে এগিয়ে আসুক।