সারাদেশ

জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পেছাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে পূর্বঘোষিত ১৮ জুলাইয়ের বিক্ষোভ সমাবেশ একদিন পিছিয়ে ১৯ জুলাই করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিএনপির এ আহ্বায়ক বলেন, আগামী ১৮ জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ শহরে বিএনপি ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। ফলে ওইদিন যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা হিসেবে জেলা বিএনপি তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল কর্মসূচি একদিন পিছিয়ে ১৯ জুলাই শনিবার একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

যথাসময়ে তিনি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। 

Leave a Reply

Back to top button