সারাদেশ

জেলা বিএনপির ডাকে জনসমাবেশ জনসমুদ্র

এক দফা দাবি আদায় শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে।ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ডে পাসপোর্ট অফিসের সামনে সড়কে বিকাল ৪টায় এ কর্মসূচি পালন করা হয়।

জনসমাবেশ সফল করতে দুপুর থেকে অবস্থান নেন জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে যোগদেন তারা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।

বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন সহ যুবদল, ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন। সকল নেতাদের বক্তব্য ছিল- সরকারের পদত্যাগ, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আন্দোলনের ব্যাপারে রাজপথে আরও জোরালো ভূমিকা।

তবে জনসমাবেশ চোখে পড়ার মত জনসুমুদ্রে পরিনত হয়। সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে তিল ধারনের ঠাই ছিল না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ প্রমূখ।

Back to top button