সারাদেশ

নারায়ণগঞ্জে পদযাত্রায় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ

নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলি চালিয়েছে পুলিশ৷ এতে ক্ষুব্দ হয়ে পাল্টা ইট-পাটকেল ছুড়েছেন বিএনপির নেতা-কর্মীরা৷

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ আগস্ট) বিকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কাঁচপুর সেতুর পূর্বপাশের ঢালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হতে শুরু করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷ এ সময় পুলিশ মহাসড়ক থেকে সরে যেতে বললে বিএনপি নেতা-কর্মীদের সাথে তর্ক বাধে৷ এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান৷ পরে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়লে বিএনপির কর্মীরা ইট-পাটকেল মারতে থাকেন৷

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার সেল ও গুলি ছুড়েছে। এতে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, পদযাত্রা করার জন্য পুলিশের পক্ষ থেকে কোন অনুমতি ছিল না৷ বিএনপির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন তৈরি করছিল৷ পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেবার কথা বললে উল্টো চড়াও হয়৷ পরে পুলিশ পরিস্থিতি মোকাবেলায় অ্যাকশনে যায়৷পুলিশের উপর ইট-পাটকেল ছোড়া হলে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷

Back to top button