জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’কে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতা মাজহারুল আলম মিথুন
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি'কে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতা মাজহারুল আলম মিথুন
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল আলম মিথুন নব ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’কে স্বাগত জানিয়ে বলেন, দল’কে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির নেতৃবৃন্দের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, দল যে কমিটি ঘোষণা করেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই কমিটির নেতৃত্বেই দলের জন্য কাজ করবো।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়ে সময় সকাল ডটকম নিউজ পোর্টালের সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, (২ ফেব্রুয়ারী) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে। এ ছাড়া প্রথম যুগ্ম আহবায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দুজনকে। তারা হলেন, মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।