জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে: জোসেফ

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকালে সৈয়দপুর আল-আমিন নগর মাঠে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও যুবদল নেতা কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বিভিন্ন সময় আমরা স্বৈরশাসনের মাধ্যমে আমাদের গণতন্ত্র ভিন্ন খাতে দৈত্য দালালের হাতে চলে গিয়েছিল। সেটাকে উদ্ধার করার জন্য জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। ছাত্র সকলের অংশগ্রহণ এ দেশ স্বাধীন হয়েছে। জুলাই বিপ্লবের সাদ ও আকাঙ্ক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ এটাকে বাস্তবায়ন না করলে নতুন প্রজন্মের কাছে আমরা কোন অন্ধকার দেশ দিয়ে যেতে পারি না। তাই আমাদের সময় আমরা যার যার স্থান থেকে আসন্ন ভোট ও রাজনৈতিক বিষয়গুলো সিদ্ধান্ত নিব ও আলোচনা করব এবং গণতান্ত্রিক বিষয় যার যার অবস্থান থেকে নাগরিক হিসেবে আমরা কাজ করব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম মুক্ত,সফর আলী,সদর থানার শ্রমিক দলের সভাপতি অলক ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কালাম মুন্সী, ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা আলফু প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শুকুর শেখ, কবির হোসেন, গোলাম কিবরিয়া, ১৮নং ওয়ার্ড যুবদল নেতা রনি চৌধুরী।
১৮ নং ওয়ার্ড যুব দলের আয়োজনে টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা রাসেল প্রধান, বন্ধুমহল আল আমিন নগর যুব সমাজের পরিচালনায়, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সদর থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জীবন মোল্লা জুম্মান।
১৬ টি দলের অংশ গ্রহনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।