সারাদেশ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নারায়ণগঞ্জে ম্যারাথন অনুষ্ঠিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নারায়ণগঞ্জে ৩৬ জুলাই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোরে সাইনবোর্ড থেকে এ ম্যারাথন শুরু হয়।
এই ম্যারাথনে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় ৬ শতাধিক মানুষ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ প্রমুখ।
সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথন সাইনবোর্ড থেকে শুরু হয়ে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ম্যারাথন শেষে বিজয়ী ৭ জনকে মেডেল দেয়া হয়।