সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দরা। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে নেতাকর্মীরা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মামুন মাহমুদ বলেন, গত বছর এই দিনে ফ্যাসিবাদী সরকার ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলো। সেই ৫ আগষ্টকে ঘিরে আজকে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। খেয়াল রাখবেন ব্যক্তি স্বার্থের চরিতার্থ করতে গিয়ে যেনো জাতীয় ঐক্য বিনষ্ট না হয়। তাহলে হাজারো শহীদের আত্মা কষ্ট পাবে। 

মামুন মাহমুদ আরও বলেন, আমরা জানতাম না ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাবে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান দুবছর আগে একটি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। সংস্কারের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে আগেই এসেছিলো। সেই সংস্কার এখনো চলছে। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে এ সংস্কার কার্যক্রম পরিচালনা করে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সকল দূর্নীতিকরণ ও আত্মীয়করন দূর হবে। 

Leave a Reply

Back to top button