জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ‘জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিবেদিতে’ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হাজিগঞ্জে নির্মাণাধীন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’তে সর্বপ্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পরে পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা ও শহীদ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।