জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রশাসনের নানা কর্মসূচি

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ৪ আগষ্ট জেলা তথ্য অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় হাজীগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সম্মেলন। বাদ জোহর জেলার সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সকলকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে জেলা প্রশাসক বলেন, আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জল দিন। বৈষম্যহীন রাষ্ট্রগঠনের দৃপ্ত শপথে ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য: গণতন্ত্র পুনরুদ্ধারে দুর্বার গনজোয়ার এবং সীমাহীন আত্মত্যাগ ও বীরত্বের এক যুগান্তকারী কাব্য জুলাই গণঅভ্যুথান। রক্তস্নাত ত্যাগ ও আপসহীন লড়াইয়ে স্বৈরাচারের পতনে নির্মিত হয় এক নতুন ইতিহাস।
এই গৌরবময় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি একান্তভাবে কাম্য।