সারাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে মহানগর যুবদলের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে নেতৃবৃন্দ।
এসময়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সাইফুল আলম সজিব, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, সাইফুল ইসলাম আপনসহ প্রমুখ।