সারাদেশ

জুলাই আন্দোলনে নিহত শহীদ স্বজনের কবরে মহানগর যুবদলের শ্রদ্ধা

গত বছর্ জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন যুবদল কর্মী শহীদ আবুল হোসেন স্বজন। তার কবরে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বন্দর নবীগঞ্জ বাগে-এ-জান্নাত কবরস্থানে শহীদ স্বজনের পিতা জাকির হোসেনকে সাথে নিয়ে প্রথমে শোক র‍্যালি বের করে মহানগর যুবদল।

এরপর মহানগর যুবদলের নেতাকর্মীরা শহীদ স্বজনের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বজনসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সাইফুল আলম সজিব, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, সাইফুল ইসলাম আপনসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button