সারাদেশ

জিয়ার মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রুপগঞ্জের দাউদপুরে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ন, সাধারন সম্পাদক মোঃ বাছিরুদ্দীন বাচ্চু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, রূপগঞ্জ থানা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েমসহ বিভিন্ন থানা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দীপু ভূইয়া বলেন, জিয়াউর রহমান জন্মগত রাজনীতিবীদ ছিলেন। দেশের ক্রান্তিকালে যখন গনতন্ত্র চলে যাচ্ছিলো তখন উনি গনতন্ত্র ফিরে এনেছেন। আসলে বিএনপি করতে কলিজা লাগে। রুপগঞ্জবাসী ও নারায়ণগঞ্জবাসীর সেই কলিজা আছে। কারণ জিয়াউর রহমানের আদর্শে আমরা আদর্শিত। অনেকে বলে বেগম খালেদা জিয়া অসুস্থ; আমরা বলি দেশের গনতন্ত্র অসুস্থ। সেই গনতন্ত্রক ফিরিয়ে আনার জন্য তারেক রহমান কাজ করছে। অতি শ্রীঘই আমরা এ দেশকে আবার স্বাধীন করে ছাঁড়বো। 

সভাপতির বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংশ হয়েছিলো-বাংলাদেশের ব্যাংকগুলোতে লুটপাট হয়েছিলো-আইনশৃঙ্খলার অবকাঠামো ভেঙ্গে পড়েছিলো-যখন সংবাদপত্রের স্বাধীনতা ছিলো না -দেশে হাহাকার দূর্ভিক্ষ চলছিলো ও দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছিলো ঠিক তখনি আমাদের নেতা জিয়াউর রহমান হাল ধরেছিলো। আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। শহিদ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি আজকের দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

মাহফিল থেকে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে গিয়াসউদ্দিনের তিনি নি:শর্ত মুক্তি দাবি করেন। 

এদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে বিভিন্ন স্পটে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে নেওয়াজ বিতরণ করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

Back to top button