জাহাঙ্গীরের পরিবারকে সমবেদনা জানাল আজাদ

আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হাতে নিহত জাহাঙ্গীর হোসেনের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মুঠোফোনে তিনি এ সমবেদনা জানান।
মুঠোফোনে আজাদ বলেন, যারা অন্যায় করেছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তাদের বিচার হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব অন্যায়কে কোনোভাবে প্রশয় দেন না। আমি নিজে থেকে এর সঠিক বিচারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
এসময় আজাদ মরুহুম জাহাঙ্গীর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাকে যেনো আল্লাহ জান্নাতবাসী করে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বুধবার সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা চাওয়ায় জাহাঙ্গীর হোসেন (৫৭) নামের একজন দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতাকর্মীদের বিরুদ্ধে।