জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান গিয়াসউদ্দিনের

ডিএনডি জলাবদ্ধতার কারণে ফতুল্লাবাসীর জনদূর্ভোগ নিরসনের লক্ষ্যে দুই দফা দাবিতে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (৩ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ নেতাকর্মীরা। স্মারকলিপি গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোহাম্মদ সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ এম. এ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ ও ভানবাসী মানুষেরা।
দাবিগুলো হচ্ছে-অবিলম্বে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা ও স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের গিয়াসউদ্দিন বলেন, আজকে উপদেষ্টা ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে বলেছি উনি যেনো যথাযথ ব্যবস্থা তড়িৎ গ্রহণ করেন। এই তড়িৎ গ্রহণ করার ক্ষেত্রে দলের ও জনগণের পক্ষ থেকে যে সহযোগিতা করার দরকার আমরা সে সহযোগিতা করবো। ডিসি আমাদের আশ্বস্ত দিয়েছেন এটা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করবেন।
গিয়াসউদ্দিন অভিযোগ করেন, ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ২০২৪ সালের ১ অক্টোবর এবং ২০২৫ সালের ২৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।