সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে নিজ খরচে পানির পাম্প স্থাপন করবেন রিয়াদ চৌধূরী

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসণে লালপুর, পৌষাপুকর পাড়, ইসদাইর রেললাইন বটতলাস্থ উৎস-মুখের স্থান পরিদর্শন করেছেননারায়নগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধূরী। রোববার সকাল ১১ টার দিকে তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও সাধারন মানুষের সাথে কথা বলেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষ জলাব্দতার বিষয়ে নানান অভিযোগ তুলে ধরেন।

অভিযোগ শুনে রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেন, সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্ধী মানুষের দূর্ভোগ দূরিকরনে জেলা প্রশাসন ও সংশ্লিস্ট কতৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং নিজ অর্থায়নে আরো একটি পানির পাম্প স্থাপন সহ খালের গভীরতায় কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষাপুকুর পাড় পাঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা,সাধারন সম্পাদক আব্দুল বারী, আজাদ হেসেন মোল্লা, আল আমিন বাগ পাঞ্চায়েত কমিটির সভাপতি জনি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ লালপুর,পৌষাপুকুর ও ইসদাইর এলাকাবাসী।

উল্লেখিত এলাকায় রেললাইন সংলগ্ন খালের ময়লা ফেলার কারনে নিচুস্তরে ভরাট হয়ে এবং খাল সরু হয়ে পরায় পানি নির্দিস্ট স্তরে না গিয়ে বিপরীত দিক থেকে পানি ভরাট হয়ে পানি নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

 

 

Leave a Reply

Back to top button