সারাদেশ

জনদুর্ভোগ লাঘবে মান্নানের নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত

নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলে ফ্রেশ সিমেন্ট কারখানা হইতে ইসলামপুর পর্যন্ত খানাখন্দে ভরা দীর্ঘদিনের বেহাল সড়কটি মেরামতের উদ্যোগ নিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।

এ রাস্তা দিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগন যাতায়ত করে থাকেন। 

রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারীর নেতৃত্বে সড়কের মেরামত কাজ শুরু হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহানুর, আল-আমিন, স্বপন মিয়া, রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, যুবদল নেতা শাহীন রেজা, হাসান বশরি ও আরিফুল ইসলাম প্রমুখ।

জানা যায়, দীর্ঘ ২০/২৫ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এ সড়কে বিভিন্ন কোম্পানির মালবাহী যান চলাচলের কারনে বড়বড় গর্তের সৃষ্টি হয়। এতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, শিল্প-কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন গর্ভবতী মা ও বিভিন্ন ধরনের মুমূর্ষু রোগী।

রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় আজহারুল ইসলাম মান্নান মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেন। 

এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, এলাকার মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নেই রাস্তা সংস্কার শুরু করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।

Leave a Reply

Back to top button