জনগণ ৩১ দফা মনের মধ্যে গেঁথে নিয়েছে: আজাদ

আড়াইহাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদ।
বুধবার দিনব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভা বাজারে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
লিফলেট বিতরণ শেষে নজরুল ইসলাম আজাদ বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা ঘরে ঘরে কাজ করছি। বিশেষ করে ৩১ দফা বাস্তবায়নে দেশের জনগণ রাস্তায় নেমেছে। জনগণ ৩১ দফা বাস্তবায়নে ব্যাপকভাবে সাঁড়া দিয়েছে ও তাদের মনের মধ্যে গেঁথে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাচ্ছেন তা ৩১ দফায় উল্লেখ আছে। আপনারা জনগণকে সেটা বুজাবেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এ দেশের জনগণ তারেক রহমানকে অন্তর দিয়ে ভালোবাসে। তারেক রহমান বলেছেন জনগণের সাথে থাকতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। আমরা তার নির্দেশে দেশের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো ও গনতন্ত্রের জন্য কাজ করবো।
এসময় তার সাথে আড়াইহাজার থানা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

