সারাদেশ

ছিনতাই মামলায় বীরুর অনুসারীরা রিমান্ডে

সোনারগাঁয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ড.আবু জাফর চৌধুরী বিরুর দলীয় সন্তান ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতাকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার  (২৫ সেপ্টেম্বর) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত এই আদেশ দেন। এর আগে তাদের বিরুদ্ধে আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

রিমান্ডরা হলেন- নারায়ণগঞ্জ ছাত্রলীগের সোনারগাঁ পৌরসভা শাখার বহিস্কৃত সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হাসান খাঁন সাজু।

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ পৌরসভা এলাকা রয়েল রির্সোটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃতদের ছিনতাই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের ২৫ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ ১৮টির অধিক মামলা রয়েছে।

জানা যায়, ২০১৯ সালে সোনারগাঁয়ের চৈতি কম্পোজিটের ১৬৬ বস্তা কাপড়সহ একটি ট্রাক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল পৌরসভা সাধারণ সম্পাদক শাহারিয়ার হাসান খাঁন সাজু। এ ঘটনায় সে বছরের ১৮ জানুয়ারি তাকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ। এছাড়া দলীয় শৃঙ্গলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ২০২১ সালের ১১ জুলাই সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি পদ থেকে মাহবুবুর রহমান রবিনকে অব্যাহতি দেওয়া হয়।

Back to top button