ছাত্র-জনতাকে ঢাকায় আনতে নারায়ণগঞ্জে চলবে বিশেষ ট্রেন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। নারায়ণগঞ্জ থেকে একটি বিশেষ ট্রেন চলবে বলে রেলপথ মন্ত্রনালয় সূত্র জানিয়েছে।
নারায়ণগঞ্জ-ঢাকা পথে ১০টি কোচের বিশেষ ট্রেনটিতে যাত্রী আসন থাকবে ৫১০টি। এই ট্রেনের জন্য সাড়ে ৫৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যার খরচ বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
১০ কোচের ৫১০ আসনের বিশেষ ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় দুপুর ২-৩ টার মধ্যে থাকবে এবং কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবে।
গত ৩ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ট্রেনের জন্য চিঠি দেয়। মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ে পাঠালে সেদিনই আটটি ট্রেনের ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। তারা জানায়, নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেলসেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে।