সারাদেশ

ছাত্রদল নেতাসহ ৪ জনের সেই অভিযোগ প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদির জিলানী হিরাসহ ৪ জনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করেছেন ভুক্তভোগী ব্যাবসায়ী মো. মোহর চাঁন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ওই ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পেরে এলাকাবাসীর পরামর্শে তিনি তার আনিত অভিযোগটি প্রত্যাহার করে নেন।

এর আগে গত (২৫ আগস্ট) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে ব্যবসায়ী মো. মোহর চাঁন চার জনের নাম উল্লেখ করে প্রশাসনের তিনটি দপ্তরে অভিযোগ দায়ের করেন।

সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী ও অভিযুক্তরা একই এলাকার বাসন্দিা। তারা একে অপরের পরস্পর আত্বীয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে এক পর্যায়ে অভিযোগটি দায়ের করা হয়েছিলো বলে জানান অভিযোগকারী ওই ব্যবসায়ী। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আইনি সহায়তায় শালীস বৈঠকের মাধ্যমে একে অপরের মধ্যে আপোষ মিমাংসা হওয়ায় বিবাদীদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তবে ভবিষ্যতে ঝগড়া বিবাদসহ এমন কোনো ঘটনা না ঘটানোর বিষয়ে উভয়পক্ষ অঙ্গিকার করেন।

Leave a Reply

Back to top button