চোরাই অটোমিশুকসহ দুজনকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে চোরাই অটোমিশুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর খালেক আকনের ছেলে রাকিব (২৭), ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার চর বলাইকাঠি এলাকার নুরুল ইসলামের মেয়ে মর্জিনা (৩৭)।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট বাদী সাথী আক্তারের অটো গ্যারেজ থেকে একটি অটোমিশুক চারটি ব্যাটারি সহ চুরি হয়। এ ঘটনায় তিনি ৩ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পরে নবীনগর থানা এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেখানো মতে নবীনগর থানার সারপাড় মোড়ে ইন্দ্রজিত কর্মকারের দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে চোরাই অটোমিশুকটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।