সারাদেশ

চাষাড়া হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ৩০ দোকান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর ৬ টার দিকে শহরের চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যেই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

Leave a Reply

Back to top button