চাঁদাবাজ–দখলবাজদের বিএনপিতে জায়গা নাই: আজাদ
‘স্বৈরাচারের প্রেতাত্মারা যেন বিএনপিতে সদস্য না হতে পারে’

কোনো আওয়ামী লীগের কর্মী যেন ডুকতে না পারে। সুশৃঙ্খল সচেতন মানুষ নিয়ে আমরা বিএনপি দল করতে চাই বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। পালিয়ে যাওয়া স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা যেন ডুকতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা বিএনপি ভদ্র লোকদের নিয়ে দল করতে চাই। আমরা চাঁদাবাজ-মাদক-জুলুমবাজ ও দখলবাজদের নিয়ে চলতে চাই না। তারেক রহমান ৩১ দফার মাধ্যমে যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চান আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবো।
পরিশেষে তিনি যতদিন না পযর্ন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হবে ততদিন তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গোপালদী পাঠানের কান্দী বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবায়নে এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে গোপালদী পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল হক মোল্লা ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন।