সারাদেশ

চাঁদাবাজির প্রমাণ দিলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দিবো: আজাদ

বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিভিন্ন সময় ও বিভিন্ন গনমাধ্যমে আড়াইহাজারের বাবুর দোসররা বক্তৃতায় বলে নজরুল ইসলাম আজাদ নাকি আড়াইহাজারে চাঁদাবাজি করছে। আপনারা বলেন, আমি কোথায় থেকে চাঁদাবাজি করছি? যদি কেউ প্রমাণ দিতে পারেন নাকে খর দিয়ে আমি রাজনীতি ছেড়ে দিবো। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নে সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

আজাদ আরও বলেন, সারাদেশে আমার নেতা তারেক রহমান কি পরিমান নেতাকে শোকজ ও বহিষ্কার করেছে আপনারা দেখেছেন। আমি তারেক রহমানের রাজনীতি করি। আমার নেতা তারেক রহমান কোনো অন্যায়কে প্রশয় করার শিক্ষা আমাকে দেয়নি। আমিও কোনো অন্যায়কে প্রশয় দিব না। কেউ যদি চাঁদাবাজি করেন সে যেই হোক আমি বিন্দু পরিমান ছাড় দিব না। আপনার দায়ভার আমার কাধে নিবো না। যে করবেন তাকে আইনের হাতে তুলে দিবো।

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক ও লুটতরাজ মুক্ত আড়াইহাজার চাই উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চান আড়াইহাজার সুশৃঙ্খল নেতা তৈরি করে আমরা তারেক রহমানেকে সুশৃঙ্খল আড়াইহাজার উপহার দিবো। তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এবং সামনের নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচনে পচ্ছন্দের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বিএনপির এ নেতা। 

Leave a Reply

Back to top button