চক্রান্তের শিকার স্বপন: বললেন ‘চাঁদাবাজির সাথে আমার সম্পৃক্ততা নেই’

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যেসব নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছিলেন তার মধ্যে একজন সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন। জুলাই আন্দোলনেও সক্রিয় ভুমিকা ছিলো তার। এবার সেই নেতাকে নিয়ে ষড়যন্ত্র করছে একটি চক্রান্তকারী চক্র। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে গনমাধ্যমে নিউজ প্রকাশিত করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
অভিযোগ উঠেছে, কাঁচপুরের লিটন হত্যা মামলার প্রধান আসামী ডন বজলুর ছত্রছায়ায় স্বপন কাঁচপুর শিল্প এলাকার অলিম্পিক ব্যাটারি কারখানা, কিউট কোম্পানি, অনন্ত গার্মেন্টস, এসএফ গার্মেন্টস, বেঙ্গল ফুড, ইপিলিয়ন গার্মেন্টসসহ প্রায় ২৫ টি শিল্প প্রতিষ্ঠান দখল করে প্রতি মাসে ২৭ লক্ষ টাকা চাঁদা নেন। এছাড়াও কাঁচপুর সেনপাড়ায় একাধিক ড্রেজার থেকেও সে চাঁদাবাজি করে একই কায়দায় মহাসড়কে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট থেকে তার লোকজন প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা উত্তোলন করেন।
নেতাকর্মীরা বলছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন শহিদুর রহমান স্বপন। সোনারগাঁয়ের একটি চক্র তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপপ্রচার করছে। একটি মহল তার প্রতি ইষান্বিত। সে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের রাজনীতি করে। তাকে দাবিয়ে রাখতে তার উপর এ ষড়যন্ত্র।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনের সাথে যোগাযোগ হলে তিনি জানান, একটি মহল আমাকে দাবিয়ে রাখতে অপপ্রচার করছে। চাঁদাবাজির সাথে আমার সম্পৃক্ততা নেই। যে বা যাহারা করেছে আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।