সারাদেশ

গোসলে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর শীতলক্ষ্যায় মিলল স্কুলছাত্রের লাশ

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাজেদুর রহমান সাগর (১১)। নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাজেদুর রহমান সাগর গাজীপুর সদর থানার দক্ষিণ খান পশ্চিমপাড়া এলাকার মো. মোমেনের ছেলে। সে স্থানীয় ড. আনোয়ার আলী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। কয়েকদিন আগে বেড়াতে আসে রূপগঞ্জের জাঙ্গীর এলাকায়।

নিখোঁজের স্বজন ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, শনিবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে সাগর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীরে বাঁধা একটি নৌকা থেকে সে পানিতে ঝাঁপ দেয় এবং নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর না পেয়ে ৯৯৯-এ ফোন করলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে।

 

Leave a Reply

Back to top button