গোগনগরবাসীকে রনি, ‘আমাকে কাজ দেন সরকারি টাকায় করে দিব’

গোগনগর ও আলিরটেক অবহেলিত এলাকা। গোগনগরের মানুষ অত্যন্ত সাদা মনের। তারা সব সময় সমাজ ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় সে চেষ্টা করেছে। তবে তৎকালীন এমপি গড়ফাদার শামীম ওসমান গোগনগর ও আলীরটেককে ব্যবহার করেছেন। সে আলীরটেক ও গোগনগরকে শহরে নিয়ে গেছেন। এখান থেকে বের হওয়ার জন্য আমি নির্বাচন অফিসে স্বশরীরে বিরোধীতা করেছিলাম। আলীরটেক ও গোগনগরকে ফতুল্লার সাথে রাখার জন্য আমি আইনজীবী নিয়োগ করেছিলাম। অনেকে পিছন থেকে কাজ করতে পারে কিন্তু সৎ সাহস নিয়ে সামনের সারি থেকে আমি করেছিলাম। কেনো করেছি? কারণ, আলীরটেক ও গোগনগরবাসী যেন আর অবহেলিত না হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গোগনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি একথা বলেন। গোগনগর ইউনিয়ন যুবদল ও ছাত্রদল এ খেলার আয়োজন করে।
এসময় রনি আরও বলেন, আমি ফতুল্লাবাসীর জন্য যেভাবে ছুটে যাই আপনাদের গোগনগরবাসীর মাঝে সেভাবেও ছুটে আসবো। একজন আমাকে বলেছেন ঈদগাহ মাঠ সংস্কারে জন্য। আমি এখানে শুধু ঈদগাহ মাঠ সংস্কারের জন্য আসি নাই যে কাজগুলো অসম্পূর্ন আছে আমি সব কাজ নিয়ে আসবো। কাজ দেওয়ার জন্য বসে আছে কিন্তু কাজ নিয়ে আসতে পারি না। আপনারা আমাকে কাজ দেন আমার টাকা না, বাবার টাকা না বরং সরকারি টাকায় করে দিবো।