গিয়াসউদ্দিনের পক্ষে ৩১ দফার প্রচারণায় কায়সার রিফাত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় তিনি এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, থানা বিএনপির যুগ্ম সম্পাদক এড. সাদ্দাম হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউল হক চয়ন, থানা বিএনপি নেতা লায়ন, শফিকুল ইসলাম নয়ন, শামিম হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, থানা যুবদলের আহবায়ক সদস্য জুবায়ের, মোগড়াপাড়া ইউনিয়ন কৃষকদল সভাপতি সুমন সহ থানা ও ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে কায়সার রিফাত বলেন, তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা পাবে।
এসময় তিনি ধানের শীষে ভোট দিতে ও দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় স্থানীয় জনতা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবর্তনের আশায় দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

