সারাদেশ

গিয়াসউদ্দিনের নেতৃত্বে ফতুল্লা সিদ্বিরগঞ্জ সোনারগাঁয়ে বিএনপি’র বিজয় র‍্যালি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা-সিদ্বিরগঞ্জ ও সোনারগাঁ থানায় বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (৫ আগস্ট) পৃথকভাবে পৃথকসময়ে এই র‍্যালিগুলো অনুষ্ঠিত হয়। 

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সকালে সিদ্বিরগঞ্জে আনন্দ র‌্যালী করে বিএনপির নেতৃবৃন্দরা। সকালে ওমরপুর বটতলা থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাচ বাংলা ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়। 

র‌্যালীতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: কায়সার রিফাত, নারায়নগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মন্তাজ উদ্দিন মন্তুসহ প্রমুখ। 

এরপর দুপুরে ফতুল্লা থানা বিএনপির ব্যানারে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালী করে বিএনপির নেতৃবৃন্দরা। দুপুরে জেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি চাষাড়া গিয়ে পুনরায় জেলা পরিষদের সামনে এসে শেষ হয়। 

র‌্যালীতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ প্রমুখ।

এরপর বিকালে সোনারগাঁ থানা বিএনপির ব্যানারে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালী করে বিএনপির নেতৃবৃন্দরা। বিকালে কাঁচপুরের এসএস পেট্রোল পাম্প থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নয়াবাড়ি ঘুরে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে প্রদক্ষিণ করে কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Back to top button