সারাদেশ

গণতন্ত্র ফিরিয়ে আনা একমাত্র সম্ভব বিএনপির: কায়সার রিফাত

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত বলেছেন, গত ১৬ বছর আমরা ভোট দিতে পারি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে ভোট দিয়ে গনতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে চাই। পুনরায় গনতন্ত্র ফিরিয়ে আনা একমাত্র সম্ভব বিএনপির জন্য। 

শনিবার (২৫ অক্টোবর) সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় পথসভা ও গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

রিফাত আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির অতীতের উন্নয়ন আমরা ঘরে ঘরে পৌছে দিচ্ছি। আজকে পথসভায় এসেছি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষ থেকে। আমরা জানি না কে মনোনয়ন পাবে। মনোনয়ন যে পাক আমাদের চেষ্টা করতে হবে ধানের শীষের প্রতিকের বিজয়ের জন্য। ধানের শীষের প্রতিককে আমাদের বিজয়ী করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসিরুদ্দিন, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল প্রধান সহ কাচপুর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Back to top button