সারাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ২৬ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড পশ্চিম জালকুড়ি কড়ইতলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

মামুন মাহমুদ বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ভোটের অধিকারে সঙ্গে গনতন্ত্র জড়িয়ে আছে। সুতরাং একটি ভোটের অধিকার জনগণের জন্য খুব গুরুত্বপূর্ন। ভোটের অধিকারের আদায় সংগ্রামে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে থেকেছে। ভোটের অধিকারের আদায় সংগ্রামে আমরা জীবন বাজি রেখেছি। 

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা মো. ইসরাফিল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সামসুদ্দিন শেখ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী মনির, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মোঃ লিয়াকত হোসেন লেকু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম মিন্নাহ্ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Back to top button